মেরি এন গোমস ও নিশা মোহতার শাসন PSPB এর হয়ে ২২তম জাতীয় দল মহিলা ২০২৫

পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড নিখুঁত ১৪ পয়েন্ট করে ২২তম জাতীয় দল মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫ চ্যাম্পিয়ন হন। PSPB আসলে এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছেন যখন তেলঙ্গানা 'ক' তাঁদের কাছে পরাজিত হন ০-৪ অষ্টম রাউন্ডে। গত বারের চ্যাম্পিয়ন, PSPB এই নিয়ে পরপর দুই বছর ১০০% পয়েন্ট করে চ্যাম্পিয়ন হন। আগের সংস্করণ না খেলার পর, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ১১ পয়েন্ট করে দ্বিতীয় স্থান অধিকার করেন। অন্ধ্র প্রদেশ 'ক' ১০ পয়েন্ট করে তৃতীয় স্থান লাভ করেন। মোট পুরস্কার মূল্য ছিল ₹৫০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹১২৫০০০, ₹১০০০০০ এবং ₹৭৫০০০ যথাক্রমে। ছবি: সারা ভারত দাবা সংস্থা